ফরিদগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের মান্দারখীল গ্রামে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের আয়োজনে বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো: হারুনুর রশিদ এর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো: হারুনুর রশিদ,পৌর বিএনপির সভাপতি নাছির পাটওয়ারী, উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক সাহাবুদ্দিন, পৌর বিএনপির সহ সভাপতি বিল্লাল কোম্পানী, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির,

পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ এম এম টুটুল পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম মাহমুদ, যুগ্ম আহ্বায়ক হারুণ পাঠান, উপজেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক মাও.ইদ্রিস, উপজেলা বিএনপির সেলিম পাটওয়ারী প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে দেশ ও মানবতার কল্যাণে বিশেষ মুনাজাত করা হয়। পরে দলের নেতাকর্মী ও আগত সকল জনসাধারণের মাঝে তবারক বিতরণ করা হয় ।

Recommended For You