
পাবনার ঈশ্বরদীতে কোচিং সেন্টারে এক নারীকে (২৩) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় কোচিং মালিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে ধর্ষণ মামলায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার।
গ্রেপ্তার নাহিয়ান ইসলাম নাহিদ (৩৫) ঈশ্বরদী পৌর শহরের পূর্বটেংরী ঈদগাহ রোড এলাকার শাহনেওয়াজ ইসলাম হিরোজের ছেলে ও শহরের শেরশাহ রোডের এমবিশন কোরিয়ান ল্যাংগুয়েজ কোচিং সেন্টারে মালিক।
অভিযোগে জানা যায়, এর আগে গত মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে পূর্ব পরিচয়ের সূত্র ধরে ওই গৃহবধূর ছেলেকে প্রাইভেট শিক্ষক ঠিক করে দেওয়ার কথা বলে নাহিদ তার কোচিং সেন্টারে ডেকে নেন নাহিদ।