পরিবারের অভিযোগে মাদকসেবী সন্তানদের কারাদণ্ড

কিশোরগঞ্জের ভৈরবে দুই মাদকসেবীকে ৬ মাস করে কারাদন্ডসহ ৩শ টাকা করে অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত। এছাড়া অনাদায়ে আরও ৭ দিন করে জেল।
(২৯ আগস্ট) মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ পরিচালিত ভ্রাম্যমান আদালতে এই সাজা প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন-ভৈরব পৌর শহরের লক্ষ্মীপুর রেলগেইট সংলগ্ন এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে শিপন মিয়া (২৩) ও চন্ডিবের দক্ষিণ পাড়া এলাকার নোয়াজ মিয়ার ছেলে পলাশ মিয়া (২২)।

পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত মাদকসেবীরা মাদক সেবন করে মা-বাবা ও পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরণসহ ঘরের আসবাবপত্র ভাংচুর করে। পরিবারের এমন লিখিত অভিযোগের প্রেক্ষিতে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুল আলমের নির্দেশে উপ-পরিদর্শক (এস.আই) মো. ছায়েদুল ইসলাম তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করেন।

পরে দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচালিত ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে আটক প্রত্যেককে ৬ মাস করে কারাদন্ড ও ৩শ টাকা করে জরিমানা করেন। অনাদায়ে আরও ৭দিনের জেল দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ জানান, আটক মাদকসেবীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাস করে কারাদন্ড, সাথে ৩শ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ৭দিনের জেলে দন্ডিত করা হয়েছে।

Recommended For You