
ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের ৮ ঘণ্টা পর শাহিন হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। আজ সকাল ৬টায় একই উপজেলার চাঁদপুর গ্রামে হাজীর লিচু বাগানের একটি লিচু গাছ থেকে তাকে উদ্ধার করা হয়৷ শাহীন একই গ্রামের শাহাদাৎ-এর বড় পুত্র।
স্থানীয় ইউপি সদস্য ইনসার আলী বলেন, গতকাল রাত ৮টা থেকে হঠাৎ করেই শাহীন হোসেন নিখোঁজ ছিলেন। আজ সকালে তার মৃত দেহটি হাজীর লিচু বাগানের একটি লিচু গাছ থেকে উদ্ধার করা হয়েছে। দেখে মনে হচ্ছে আত্মহত্যা করেছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, একটি ঝুলন্ত লাশ উদ্ধারের কথা শুনেছি। ঘটনাস্থলে পৌঁছানোর পর তদন্ত করে বিস্তারিত বলা যাবে।