বেড়াতে গিয়ে সড়কে লাশ হলেন সাত জন

বেড়াতে যাওয়া হলো না তাদের। এর আগেই মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭ জন। নরসিংদীর শিবপুরের ইটাখোলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। তাদের মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঢাকা সিলেট ইটাখোলা নামক স্থানে এ দুঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া গেছে।

এরা হলেন- সবুজ, আরিয়ান, আলামিন, রাজু, আব্দুল আওয়াল ও মাইক্রোবাসের চালক নাসির। আহতরা হলেন- সাকি, পারভেজ, দোয়েল, মিঠুন। নিহত ও আহত সবাই সাভার এসবি নিটিং লিমিটিডের কর্মকর্তা-কর্মচারী। পুলিশ জানায়, রাতে ঢাকা থেকে একটি মাইক্রোবাস সিলেট বেড়াতে যাচ্ছিলো তারা।

মাইক্রোবাসটি ঢাকা সিলেট মহাসড়কের ইটাখোলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন মারা যায়।

আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে ১ জন ও হাসপাতাল আরও ১ জন মারা যায়। গুরুতর আহত হয় ৪ জন। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন বলেন, রাত ৩টার দিকে ট্রাক ও মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালে ৫ জন ও হাসপাতালে নেয়ার পর আরও ২ জনসহ মোট ৭ জন মারা গেছে।

Recommended For You