কুলাউড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে সিটিটিসির অভিযান, আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এরই মধ্যে বাড়িটি থেকে ৮ জনকে আটক করা হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযান এখনও চলছে। বিস্তারিত প্রেস কনফারেন্সে জানানো হবে।

জানা গেছে, গতকাল শুক্রবার রাত ৮টার পর থেকে কর্মদা ইউনিয়ন পূর্ব টাট্টি উলি গ্রামের বাইশালী বাড়ি নামক এলাকায় একটি টিলার ওপর নতুন স্থাপিত ওই বাড়িটি ঘিরে রাখে আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে আজ শনিবার সকাল পৌনে ৭টার দিকে বাড়িটিতে অভিযান শুরু করা হয়।

মৌলভীবাজার জেলা পুলিশ ও কুলাউড়া থানা-পুলিশের সহযোগিতায় অভিযান চালাচ্ছে সিটিটিসি। নিরাপত্তাজনিত কারণে কোনো মানুষকে ওই এলাকায় যেতে দেওয়া হচ্ছে না।

মৌলভীবাজার পুলিশ সুপার মঞ্জুর রহমান জানান, বিষয়টি এই মুহূর্তে বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে।

অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, মৌলভীবাজারে কুলাউড়া থানায় দুর্গম পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালাচ্ছে সিটিটিসি। বিস্তারিত ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।

Recommended For You