ফেনীতে নবনির্মিত বিদ্যালয় ভবন উদ্বোধন

ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর খাজা আহমেদ উচ্চ বিদ্যানিকেতনের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) ফিতা কেটে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন হুমায়ুন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিন্দুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর নবী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) মো. রমজান আলীর সভাপতিত্বেে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসী আবুল কাসেম আজাদ, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য খোরশেদ আলম ও সাবেক ইউপি সদস্য ফোরকান উদ্দিন প্রমুখ।

এসময় ইউপি সদস্য মোখলেছুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বাহাদুর, বিশিষ্ট ব্যবসায়ী ইউছুফ আলী, শেখ ফরিদ, বিশিষ্ট সমাজসেবক এ কে পলাশ, সিন্দুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকের হোসেন ও বাবর চিশতীসহ বিপুল সংখ্যক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষির্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সিন্দুরপুর খাজা আহমেদ উচ্চ বিদ্যানিতনের নতুন ভবনটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে দুই কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় এবং আসবাবপত্রের জন্য আরো ৩৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।

Recommended For You