
‘সাদা সাদা কালা কালা’ গানের স্রষ্টা হাশিম মাহমুদ। তার জনপ্রিয় গানগুলোর একটি ‘দেখা না দিলে বন্ধু, কথা কইয়ো না’। যা সম্প্রতি কোক স্টুডিও বাংলায় নতুন করে উপস্থাপন করা হয়েছে ‘কথা কইয়ো না’ শিরোনামে। এবার এই গানে মজেছেন শোবিজের জনপ্রিয় দুই তারকা চঞ্চল চৌধুরী ও শাহনাজ খুশি।
অভিনয়ের বাইরে চঞ্চল ও শাহনাজ খুশির বন্ধুত্বের সম্পর্কটা বহুদিনের। আর এই দুই বন্ধুই পুবাইলের একটি রাস্তায় দাঁড়িয়ে গাইলেন হাশিম মাহমুদের ‘দেখা না দিলে বন্ধু, কথা কইয়ো না’। যা চঞ্চল চৌধুরী প্রকাশ করেছেন তার ফেসবুকে। গানের স্রষ্টার নাম উল্লেখ করে এর সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন লাভ ইমোজি।
আজ সোমবার (১২ জুন) চঞ্চলের ফেসবুকে প্রকাশিত ভিডিওটিতে দেখা যায়, পুবাইলের একটি রাস্তায় দাঁড়িয়ে তারা খালি গলায় গানটি গাইছেন। গানের তালে দু’জনেই হাতে তালি বাজিয়ে আনন্দে মেতেছেন। আর ভিডিওটি করেছেন নির্মাতা এজাজ মুন্না।
ডব্লিউজি/এমএইচএস