সৌদিতে বাংলাদেশিদের জন্য বৃত্তিসহ উচ্চশিক্ষার সুযোগ

সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে ভর্তির জন্য বাংলাদেশের নাগরিকদের ২৫৬টি বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদিআরব।

দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বৃত্তির বিস্তারিত প্রকাশ করা হয়েছে।

গত রবিবার (২৮ মে) রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানায়, স্বাস্থ্যখাত ছাড়া অন্য প্রায় সব খাতে পড়ালেখার জন্যই এসব বৃত্তি প্রযোজ্য হবে।

তথ্যে জানা যায়, স্বাস্থ্যখাত ছাড়া অন্য প্রায় সব খাতে পড়ালেখার জন্য এসব বৃত্তি প্রযোজ্য হবে। এদের মধ্যে অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, শিক্ষা, আইন, রাজনীতি, গণমাধ্যম, ধর্ম ও ভাষাশিক্ষা, কৃষি, কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল এ ১০টি বিষয়ে বৃত্তির আওতায় পড়তে পারবেন আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা।

এতে বলা হয়, স্নাতক পর্যায়ে পড়তে হলে বয়স হতে হবে ১৭ থেকে ২৫ বছরের মধ্যে। স্নাতকোত্তরের জন্য বয়সসীমা ৩০ বছর এবং পিএইচডির জন্য ৩৫ বছর হতে হবে।

সৌদিআরবের যেসব বিশ্ববিদ্যালয় বৃত্তির আওতায় রয়েছে তার মধ্যে ইসলামিক ইউনিভার্সিটি, কিং সৌদ ইউনিভার্সিটি, ইমাম মুহাম্মাদ ইউনিভার্সিটি, তায়েফ ইউনিভার্সিটি, নর্দান বর্ডার ইউনিভার্সিটিসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ থাকছে বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে।

সৌদি বৃত্তির আওতায় বৃত্তিসংক্রান্ত সকল বিষয়ে বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইটে (studyinsaudi.moe.gov.sa)।

ডব্লিউজি/এমএইচএস

শেয়ার করুন:

Recommended For You