আইপিএল : আজও খেলা না হলে চ্যাম্পিয়ন হবে কারা?

বৃষ্টির কারণে রোববার (২৮ মে) মাঠে গড়াতে পারেনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের ফাইনাল ম্যাচ। তাই একই ভেন্যুতে রিজার্ভ ডে-তে আজ সোমবার রাত ৮টায় ম্যাচটি শুরু হবার কথা রয়েছে। তবে আজও যদি বৃষ্টির কারণে ভেসে যায় ম্যাচটি, তাহলে এবারের আইপিএলে চ্যাম্পিয়ন হবে কোন দল?

এ প্রশ্ন এখন আইপিএল দর্শকদের মনে। মূলত নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব না হলে অপেক্ষা করা হবে রাত ১১টা ৫৫ মিনিট পর্যন্ত। এটাই খেলা শুরুর কাট অফ টাইম অর্থাৎ সর্বশেষ সময়। ১১টা ৫৬ মিনিটে বল মাঠে গড়ালে ম্যাচ হবে ৫ ওভারের।

তবে যদি এই পাঁচ ওভার করেও খেলা সম্ভব না হয়, তাহলে ট্রফি নির্ধারণ করা হবে সুপার ওভারে। সেটাও যদি অসম্ভব হয় তাহলে ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করবেন আম্পায়াররা।

ফাইনাল ম্যাচে এমনটা ঘটলে আইপিএলের নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন দল নির্বাচন করা হবে লিগ পর্বের ফলাফল অনুযায়ী। সেখানে পয়েন্ট টেবিলের উপরের দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এই নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে শীর্ষে থাকায় চ্যাম্পিয়ন হবে গুজরাট।

তাই রিজার্ভ ডেও বৃষ্টিতে ভেসে গেলে পরপর দু’বার চ্যাম্পিয়ন হবে গুজরাট টাইটান্স।

প্রসঙ্গত, ২০২২ সালের আইপিএল ফাইনাল হয়েছিল ২৯ মে। এ বার সূচি অনুযায়ী আইপিএল ফাইনাল ২৮ মে থাকলেও, তা বৃষ্টির কারণে পিছিয়েছে।

ফলে পরপর দুই বছর একই দিনে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে গুজরাট টাইটান্সের সামনে। আর দু’ভাবে সেটা হতে পারে। এক, ফাইনালে চেন্নাইকে হারিয়ে। দুই, বৃষ্টিতে ফাইনাল ম্যাচ ভেস্তে গেলে।

রোববার সন্ধ্যা থেকেই আহমেদাবাদে বৃষ্টি ছিল। সেটা চলেছে রাত পর্যন্ত। রাত ৯টার দিকে একবার বৃষ্টি থেমেছিল, যার ফলে উইকেটের কভার সরানো হয়েছিল। কিন্তু মিনিট দশেক পর আবারও সেই বৃষ্টির হানা। এরপর টানা বৃষ্টিতে আর খেলার মতো পরিবেশ হয়ে ওঠেনি।

ডব্লিউজি/এমএইচএস

শেয়ার করুন:

Recommended For You