
এক সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকলেও আগের মতো খোলামেলাভাবে আর দেখা যায় না তাকে। বেশ কিছুদিন হলো শোবিজকে বিদায় জানিয়ে আবু সালেহ মুসা নামে এক ব্যাংক কর্মকর্তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সুখেই সংসার করছিলেন সানাই। তবে রোববার (২১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে সানাই পোস্ট দেওয়ার পর থেকেই সেই গুঞ্জন উঠেছে, সানাইয়ের সুখের সংসারে কি বাজতে শুরু করেছে বিচ্ছেদের সুর!
এদিকে তার বিচ্ছেদের আশঙ্কা নিয়ে যখন ব্যবচ্ছেদ করছেন নেটিজেনরা তার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ১ মিনিট ৩৭ সেকেন্ডের একটি ভিডিও নিয়েও শুরু হয়েছে আলোচনা।
বৃহস্পতিবার (১৯ মে) পোস্ট করা ‘আসসালামু আলাইকুম, দয়া করে আমার কথাগুলা শুনবেন.. ’ ক্যাপশন দেয়া ভিডিওতে সানাই বলেন, ‘অনেক দিন পরে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে, ফেসবুক স্ক্রোল করতে করতে হঠাৎ করেই চোখের সামনে একটা ভিডিও চলে আসলো আমার। যে ভিডিওটা সম্পূর্ণ রকমের বানোয়াট। ভিডিওটিতে তারা আসলে আমার একটু ব্যতিক্রম ধরনের ফিগার নিয়ে কথা বলেছেন। এই ভিডিওতে শুধু আমি একা নই, আরও অনেক সেলিব্রিটিই আছেন। ’
তিনি আরও বলেন, ‘মূলত নানান ধরনের অ্যাঙ্গেলে ছবি কেটে কেটে তারপর জোড়া দিয়ে এই ভিডিওটি নির্মাণ করা হয়েছে। আমি নাম বলতে চাচ্ছি না। কারণ, আপনার গোপনীয় রক্ষা করলাম। আপনারা দয়া করে মানুষের ছবি নিয়ে এই ধরনের উল্টাপাল্টা ভিডিও বানাবেন না। এটা কোনো মানেই হয় না। মানুষের তো অনেক কাজ আছে। অন্যজনের জীবন নিয়ে এরকম ভিডিও বানিয়ে কি পান আপনারা?’
ডব্লিউজি/এমএইচএস