আওয়ামী লীগ ডাকলে নেত্রী হতে চান বর্ষা

রাজনীতির প্রসঙ্গ টেনে ঢাকাই সিনেমার নায়িকা বর্ষা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হয়ে নেত্রী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি সাংবাদিকদের সাথে কথা বলার সময় এ কথা জানান তিনি।

নায়িকা বর্ষা বলেন, সিনেমায়ও কিন্তু অনেক বড় রাজনীতি চলে। শুধু সিনেমায় না, রাজনীতি সব সেক্টরেই আছে। আসলে রাজনীতি না হলে এগিয়ে থাকা যায় না। কারণ, প্রতিযোগিতা তো একটু থাকেই। আর আপনারা যে কথা জানতে চেয়েছেন, সেটার ইচ্ছে যে একদমই নেই বিষয়টা এমন না।

তিনি বলেন, মাঝে মাঝে তো ইচ্ছে করেই যে, আমিও নেত্রী হই। সমাজের মানুষদের একটু সেবা করি। আমাদের দেশে হাজার হাজার মেয়ে পলিটিশিয়ান রয়েছে। আর সবচাইতে বড় কথা হলো- আমাদের দেশের যিনি মুকুট, মধ্যমণি যিনি, আমাদের প্রধানমন্ত্রীও একজন নারী। তাকে দেখে অনেক ভালো লাগে। যখন সে দেশ, সমাজ, নারী ও শিশুদের নিয়ে এত সুন্দর সুন্দর কথা বলেন। তখন মনে হয়, আমিও বাংলাদেশের রাজনীতি অঙ্গনের কোথাও ছোট্ট একটি জায়গায় থেকেও যদি সমাজের জন্য কিছু করতে পারতাম, তাহলে ভীষণ ভালো লাগত।

বর্ষা বলেন, আবার অনেক সময় অনেক ইস্যু থাকে যে দুর্নাম হয়। তখন মনে হয়, যেটা আমি করিনি, সেটা দেখা যাবে আমার ঘাড়েই আসবে। কিন্তু ইচ্ছে আছে, দেখা যাক।

অভিনেত্রী আরও বলেন, বর্তমানে আমাদের দেশে দুইটা দল। আওয়ামী লীগ এবং বিএনপি। স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ থেকে যদি আমাকে বলা হয়, আমাদের কোথাও কোনো একটি জায়গায় আপনাকে একটু প্রচারণা করতে হবে, আপনাকে আসতে হবে। সো তখন একজন সেলিব্রেটি হিসেবে আমি যেতেই পারি। আর এটা দেশের জন্য করা ভালো। যে দল দেশের জন্য ভালো করবে, সেই জায়গায় যাওয়া উচিত।

আমার যদি এমন মনেই হয় যে, আমি গেলে অনেক ধরনের কথা হবে। তাহলে আমি সেখানে যাব না। এটা যার যার ব্যক্তিগত ইচ্ছার ওপরে নির্ভর করে।

চলতি বছরই মুক্তি পাবে ‘নেত্রী- দ্য লিডার’। কারণ, আমি সব সময় বলে এসেছি যে এখনও শুটিং বাকি আছে। আমার মনে পড়ছে না সত্যিই, যে আমি কখনও কোথাও বলেছি যে কোরবানির ঈদে আসবে।

বর্ষা বলেন, সৌদি আরবের জেদ্দায় ‘রেড সি ফিল্ম’ ফেস্টিভ্যাল হয়। সেখানে ইচ্ছে আছে সিনেমাটি স্ক্রিনিং করার। যেহেতু এটি রেডি না থাকায় কানে প্রদর্শন করতে পারিনি। এর পাশাপাশি ‘ভেনিস ফেস্টিভ্যাল’-এ স্ক্রিনিং করার ইচ্ছা আছে। এ কারণে দেখা যাবে হয়তো, থার্টি ফার্স্ট নাইট, ১৬ ডিসেম্বর কিংবা সুন্দর একটি দিন দেখে মুক্তি দেওয়ার।

ডব্লউজি/এমএইচএস

Recommended For You