পূজা চেরির সাক্ষাৎ পেতে চান? জেনে নিন উপায়

ঢালিউডের বর্তমান সময়ের অন্যতম আলোচিত নায়িকা পূজা চেরি। ভক্তদের সাথে আনন্দময় সময় কাটাতে এবার এক ‘গেট টুগেদার পার্টি করবেন’ পূজা। চাইলে সেই পার্টিতে যেতে পারেন আপনিও।

পূজা চেরি ফেসবুকে তার ভক্তদের জন্য এই ঘোষণা দিয়েছেন। নায়িকা লিখেছেন- ‘আসছে আগামী ৪ জুন আমি থাকছি পূজা চেরি ‘লাভার্স গেট টুগেদার পার্টি’তে। আমি থাকছি আপনাদের সঙ্গে একটা দিন আনন্দক্ষণ সময় পার করতে।’

অভিনেত্রী আরও লিখেছেন- ‘তাই সকলে উপরের ছবিতে দেখানো নাম্বারে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করে চলে আসুন পূজা চেরি লাভার্স গেট টুগেদারে। অথবা যোগাযোগ করুন লাভার্স গ্রুপের অ্যাডমিন সদস্যদের সঙ্গে।’

অর্থাৎ, আপনি কীভাবে পূজার গেট টুগেদার পার্টির সদস্য হতে পারেন, নায়িকা তাও পরিষ্কার করে লিখে দিয়েছেন তার ফেসবুক পোস্টে।

এ প্রসঙ্গে পূজা বলেন, ‘আমি সব সময় আমার ভক্তদের প্রতি কৃতজ্ঞ। তার জন্যই একটি দিন ভক্তদের সঙ্গে পার করার এ উদ্যোগে শামিল হচ্ছি। আশা করছি খুব ভালো একটি দিন কাটবে ভক্তদের সঙ্গে।’

কাজের ক্ষেত্রে রোজার ঈদে মুক্তি পায় পূজা অভিনীত ‘জ্বীন’ ছবিটি। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবি পরিচালনা করেন নাদের চৌধুরী। সেটি মোটামুটি সাড়া ফেলে। সামনে কোরবানির ঈদে মুক্তি পাবে পূজার ‘মাসুদ রানা’ ও ‘নাকফুল’ ছবি দুটি।

ডব্লিউজি/এমএইচএস

Recommended For You