বরগুনায় নকল সরবরাহের অভিযোগে ৪ শিক্ষকসহ আটক ১০, বহিস্কার ৮

নকল সরবরাহে জড়িত থাকার অভিযোগে মাদ্রাসার চার শিক্ষক ও তাদের সহযোগীসহ ১০ জনকে আটক করা হয়েছে। রবিবার তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা দাখিল পরীক্ষা কেন্দ্র সচিব মাওলানা হারুন অর রশিদের বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করেছেন। কেন্দ্র সচিবসহ তাদের বিরুদ্ধে তালতলী থানায় মামলা করা হবে বলে নিশ্চিত করেছেন ইউএনও সিফাত আনোয়ার তুমপা।

এছাড়া আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দায়িত্ব অবহেলা ও নকল সরবরাহের সহযোগীতার অভিযোগে ৮ শিক্ষককে বহিস্কার করা হয়েছে।

জানাগেছে, উপজেলার তালতলী ছালেহিয়া আলীম মাদ্রাসা কেন্দ্রে গত ৩০ এপ্রিল দাখিল পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরু থেকে মাদ্রাসার কেন্দ্র সচিব অধ্যক্ষ মাওলানা হারুন অর রশিদ অসদুপায় পরীক্ষা চালিয়ে আসছেন এমন অভিযোগ শিক্ষকদের। রোববার ছিল গণিত পরীক্ষা। ওই পরীক্ষায় তিনি (কেন্দ্র সচিব) তার মাদ্রাসা সংলগ্ন বাসায় গণিতের প্রশ্ন সরবরাহ করে গণিত শিক্ষককে দিয়ে সমাধান করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা কেন্দ্র সচিব তালতলী ছালেহিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হারুন অর রশিদের বাসায় অভিযান চালান।

এ সময় নকল সরবরাহের সাথে জড়িত থাকায় অভিযোগ কড়ইবাড়িয়া এতিম মঞ্জিল বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক মো. নাজমুল হাসান ও শিক্ষিকা মোসা. ফাহিমা আক্তার, বালিয়াতলী দাখিল মাদ্রাসার শিক্ষক মো. জামাল উদ্দিন, মো. মনোয়ার হোসেন ও তাদের সহযোগী ইয়ামিন, সাফামনি, ফজিলা, মো. ওবায়দুল, মোঃ কামাল ও শাহ নেওয়াজকে আটক করা হয়েছে।

পরে তাদের তালতলী থানায় সোপর্দ করা হয়। পরীক্ষা কেন্দ্র সচিব হারুন অর রশিদসহ এদের বিরুদ্ধে থানা মামলার প্রস্তুতি চলছে।

তালতলী থানার ওসি (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম বলেন, ইউএনও পরীক্ষা কেন্দ্র থেকে আটক করে চার শিক্ষকসহ দশজনকে থানায় হস্তান্তর করেছেন। এদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এছাড়া আমতলী উপজেলার বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দায়িত্ব অবহেলা ও নকল সরবরাহের সহযোগীতার অভিযোগে আট শিক্ষককে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত শিক্ষকরা হলেন মাহমুদিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. ফরিদুল ইসলাম, আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক আফরোজা আকতার, গুলিশাখালী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. খাইরুজ্জামান, পশ্চিম চিলা আমিনিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. হুমায়ুন কবির, উত্তর টেপুড়া এলাহিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. রুহুল আমিন, রহমতপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম, তক্তাবুনিয়া নেছারিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা মো. আব্দুল কারিম ও মাহমুদিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. নুরুল ইসলাম।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা বলেন, দাখিল পরীক্ষা কেন্দ্র সচিব মো. হারুন অর রশিদের বাসায় অভিযান চালিয়ে নকল সরবরাহের সাথে জড়িত থাকার অভিযোগে চার শিক্ষকসহ দশজনকে আটক করা হয়েছে। তাদের পুলিশে হস্তান্তর করা হয়। পরীক্ষা কেন্দ্র সচিব মাওলানা হারুন অর রশিদসহ আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হবে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, দায়িত্ব অবহেলা ও নকল সরবরাহের অভিযোগে আট শিক্ষককে বহিস্কার করা হয়েছে।

ডব্লিউজি/এমএইচএস

শেয়ার করুন:

Recommended For You