
কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বইমেলায় হঠাৎ হাজির অভিনেত্রী অপু বিশ্বাস। আর সেখানেই অভিনেত্রী অপু বিশ্বাসকে বই মেলার আয়োজক সংস্থা বুক সেলেরাস এন্ড পাবলিশার্স গিল্ডের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় ।
বঙ্গ ভবনের আদলে তৈরি বাংলাদেশ প্যাভেলিয়নে প্রথমেই সেখানে ঘুরে দেখেন তিনি । এরপর ঘুরে দেখলেন পুরো বইমেলা। এসময় অভিনেত্রীর পরনে ছিল বাংলা বর্ণমালা আঁকা শাড়ি।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বলেন…, এই মেলায় আসবো বলে আমি বিশ্ব রং সংস্থার কাছ থেকে বিশেষভাবে অর্ডার দিয়ে এই শাড়ি বানিয়ে নিয়েছি। আমি আবারও আসতে পেরে আনন্দিত।
এসময় তিনি তার লাল শাড়ি সিনেমা করার পেছনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা তুলে ধরে জানান…, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে নানা উদ্যোগ নেন তার ফলেই এই সিনেমাটি করতে পেরেছি।
তিনি আরও বলেন, সিনেমার কাজ প্রায় শেষ। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদেই সিনেমাটি রিলিজ করা যাবে।
ডব্লিউজি/এমআর