
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের ৯ নং লক্ষিন্দর কেন্দ্রের সামনে ঘোড়া প্রতিকের কর্মী সমর্থকের উপর হামলা করেছে নৌকা প্রতিকাের সমর্থক। এতে ঘোড়া সমর্থক এক কর্মী আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১ টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি সাগরদিঘী ইউনিয়নের বেইলা গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে জুয়েল রানা।
এ বিষয়ে মির্জাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস এম মনসুর মুছা জানান, এটা বাহিরে গঠনা ঘটেছে, কেন্দ্রের ভিতরে কোন প্রকার সহিংসতা হয়নি। আজ ঘাটাইল উপজেলার পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২১জন, সাধারণ সদস্য পদে ১৪৩ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাঁচটি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন এক লাখ দুই হাজার ৩শ’ ৮১ জন।
অপর দিকে কালিহাতী উপজেলার একটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয় জন, সাধারণ সদস্য পদে ৩২ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ২২ হাজার ৪শ’ ৫৫ জন
ডব্লিউজি/এআর