
কলকাতার অভিনেত্রী নুসরাত জাহানের ইনস্টাগ্রামে দেয়া একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কালো রঙা ব্রা এবং ডেনিম জ্যাকেট পরে ভিডিও দিলেন নুসরত। এ ভিডিওতে ডেনিম জ্যাকেটের সঙ্গে ম্যাচিং করে প্যান্ট পরেছেন তিনি।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, নুসরাতের এ লুক দেখে যে কেউ ঘায়েল হতে বাধ্য। তবে তার এ পোষাক পড়া নিয়ে তীব্র সমালোচনা চলছে হরদম। একজন লেখেন, ‘এই নাকি দেশের সাংসদ, এরা নাকি জনপ্রতিনিধি’।অপর একজন লেখেন, ‘সাংসদ ভবন তোমার জন্য ধসে যাচ্ছে, ছি’। কেউ আবার লেখেন, ‘সাংসদের নামে তুমি একটা কলঙ্ক’।শুধু পোশাক নিয়ে তীব্র বিদ্রুপই নয়, বডি শেমিং নিয়েও তুমুল সমালোচনায় নায়িকা। একজন লেখেন, ‘শুকিয়ে গেছো তো। দড়ি হয়ে গেছো। একটু প্রোটিন খান, সঙ্গে আমিষ’।