এবার তারকা দম্পতি আনুশকা শর্মা ও বিরাট কোহলির ভিডিও ফাঁস হওয়ায় চটেছেন আনুশকা। এটি ছিল হোটেল কক্ষের একটি ভিডিও। কোহলির অনুপস্থিতিতে কেউ হোটেল কক্ষে ঢুকে তার ব্যবহারের সমস্ত জিনিসের ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। মুহূর্তেই ভাইরাল হয়েছে তা। এটাই ছিল আনুশকার রাগের কারণ।
ভিডিওটির একটি স্ক্রিনশট প্রকাশ করে ইনস্টাগ্রামে আনুশকা লিখেছেন, ‘এধরনের অভিজ্ঞতা অতীতেও হয়েছে। খুবই বাজে বিষয়। মানুষের ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট করা খুবই অসম্মানজনক..। এটা দেখে কেউ হয়তো বলবেন, তারকাদের তো এসব মেনে নিতেই হয়! যদি কেউ এটা ভেবে থাকেন তাহলে তার জেনে রাখা উচিত, আপনিও সমস্যার অংশ। নিজেকে নিয়ন্ত্রণ করা ভালো। তবে ভেবে দেখুন এমন ঘটনা যদি আপনার বেডরুমে ঘটত তবে কেমন লাগত?’
আনুশকার পোস্টে মন্তব্য করেছেন বিরাট। এতে তার গোপনীয়তা ক্ষুন্ন হয়েছে উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আমি এটা খুব ভালো করেই বুঝি যে প্রিয় ক্রিকেটারদের দেখে ফ্যানেরা কতটা খুশি হন….। তাদের সঙ্গে দেখা করার জন্য সবসময় মুখিয়ে থাকেন। এটাকে আমি সবসময়ই প্রাধান্য দিই। কিন্তু, এই ভিডিওটি বিপদজনক। আমার ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।’
বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন নেটিজেনদের অনেকে। তারা নিজেদের আইডি থেকে শেয়ারকৃত ভিডিও সরিয়ে ফেলেছেন। অনেকে আবার মন্তব্যের ঘরে এসে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বলেছেন।
ডব্লিউজি/এআর