অভিনেতা ও নাট্যকার মাসুম আজিজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত কয়েকদিন ধরে রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালের লাইফ সাপোর্টে ছিলেন তিনি। সেখানে অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয় এই অভিনেতাকে। মাসুম আজিজ দীর্ঘদিন ধরে ক্যানসার আক্রান্ত ছিলেন। চলতি বছরের জানুয়ারিতে ক্যানসার শনাক্ত হয় তার। এরপর থেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রে অভিনয়ের জন্য বেশ খ্যাতি রয়েছে অভিনেতা মাসুম আজিজের। ১৯৮৫ সালে টিভি নাটকে প্রথম অভিনয় করেন তিনি। এরপর চার শতাধিক নাটকে অভিনয় করেছেন এই গুণী অভিনেতা।
ডব্লিউজি/এমএ