পর্দায় কেউ হিরো আবার কেউবা ভিলেন হতে চায়। কিন্তু মিশা সওদাগর অভিনেতা হতে চেয়েছিলেন। কারণ তিনি নায়ক-খলনায়ক দুই চরিত্রেই অভিনয় করেছেন। কখনো নির্দিষ্ট চরিত্র পাওয়ার অপেক্ষায় না থেকে পরিচালকের নির্দেশনা অনুযায়ী পর্দায় হাজির হয়েছেন। আর সেই চেষ্টাই তাঁকে বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের সেরা খলনায়কে পরিণত করেছে।
সম্প্রতি এই দর্শকপ্রিয় সম্প্রতি বেশ কিছু বির্তকে জড়িয়েছেন। শুরুতে নায়ক বাপ্পির সাথে। পরবর্তীতে নায়ক-প্রযোজক অনন্ত জলিলের সাথে। সেই আলোচনা সমালোচনার রেশ কাটতে না কাটতেই এবার তাঁকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এক সময়ের জনপ্রিয় খল অভিনেতা ডন।
সস্প্রতি এক সাক্ষাৎকারে ডন বলেন। মিশা ভাই অভিযোগ করেছেন বাপ্পি তাকে মেরে ফেলতে চেয়েছিলো শুটিংয়ে শট দেয়ার সময়। তাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আরে ভাই শুটিংয়ের সময় এমন অনেক দূর্ঘটনাই ঘটে। আর আপনি তো মরে যাননি। বাপ্পি আমাদের অনেক জুনিয়র একজন আর্টিস্ট। ওর ভুল হতেই পারে আমি তখন সেটি ব্যালেন্স করে নিতেন। শ্যুটিংয়ে মিশা ভাই মেয়েদের ধরলে তার জান বের হয়ে যায়। আর রেপ সিন থাকলে তো কথাই নাই। আমি অনেক দেখেছি অনেক মেয়ের চুল এমন ভাবে ধরে টান দিতো মিশা ভাই তাদের চুল ছিড়ে যেতো।
তিনি আরও বলেন, উনি বার বার নামাজের কথা বলেন, কিন্তু এতদিন কাজ করছি এক সাথে; কখনো নামাজ পরা দেখি নি।হয়ত বাসায় পরতে পারে।এটা তার ব্যাপার। কেউ পাঞ্জাবি পায়জামা পরলেই সে ভাল,পরহেজগার, এমন না। মনের ঈমানি শক্তি থাকতে হবে।
মিশা সওদাগরের পলিটিক্সের জন্য তাঁকে চলচ্চিত্র থেকে দূরে সরে যেতে হয়েছে উল্লেখ করে এই খল অভিনেতা বলেন,মান্না ভাইয়ের পর মিশা ভাই ফিল্ম পলিটিক্স সবচেয়ে ভাল বুঝেন। উনি অনেককে পলিটিক্স করে তাড়িয়ে দিয়েছেন। তার মধ্যে আমিও একজন।
ডন অভিনীত ছবির সংখ্যা প্রায় সাড়ে ৬শ’। চলচ্চিত্র ছাড়াও বেশ কয়েকটি টিভি নাটকেও অভিনয় করেন তিনি। কৌশিক হোসেন তাপস পরিচালিত ‘কত ভালোবাসি তোমাকে’ টেলিফিল্মে নায়িকা জনার বিপরীতে নায়কও ছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি ‘এক জনমের ভালোবাসা’ নামে একটি চলচ্চিত্রও প্রযোজনা করেন।
ডব্লিউজি/এমএ