বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তার শরীরে করোনার কোনো উপসর্গ রয়েছে কিনা, শারীরিক অবস্থা কেমন—এসব বিষয়ে কিছুই জানাননি বিগ-বি।
বুধবার (২৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ১১টা ২৫ মিনিটে সোশ্যাল মিডিয়ায় এক টুইটবার্তায় অমিতাভ জানান, দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।
এই বলি তারকা বলেন, “আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যারা আমার ধারের কাছে এবং সংস্পর্শে এসেছিলেন, তারা অনুগ্রহ করে পরীক্ষা করে নিবেন।”
ডব্লিউজি/এমএ