ব্যক্তিজীবনে ঘাত-প্রতিঘাত পেরিয়ে যে স্বপ্ন বুনছেন সুবহা

নবাগত চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবহা নতুন স্বপ্ন বুনছেন। ব্যক্তিজীবনে ঘাত-প্রতিঘাত পেরিয়ে আবারও ক্যারিয়ারে মনোযোগ দিচ্ছেন এই সুন্দরী। ‘বসন্ত বিকেল’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। শিগগিরই মুক্তি পাবে সিনেমাটি।

রফিক সিকদার পরিচালিত সুবহা অভিনীত ‘বসন্ত বিকেল’ সিনেমায় তার বিপরীতে রয়েছেন শিপন মিত্র। এতে আরও অভিনয় করেছেন ওমর সানী, শাহনূর, সূচরিতা, তানভীর তনু, শিবা সানু। একটি বিশেষ চরিত্রে রয়েছেন খ্যাতিমান নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। অতিথি চরিত্রে রয়েছেন চিত্রনায়ক আমান রেজা ও চিত্রনায়িকা তানহা তাসনিয়া।

এ ব্যাপারে সুবহা ডব্লিউজি নিউজকে বলেন, ‘বসন্ত বিকেল’ গল্প নির্ভর একটি সিনেমা। দেশীয় দর্শকরা সম্পূর্ণ মৌলিক গল্পের একটি সিনেমা উপভোগ করতে পারবেন। ইন্ডাস্ট্রিতে ভালো ভালো সিনেমা নির্মিত হচ্ছে। এই সিনেমাটি দেখে কেউ হতাশ হবেন না বলে আমি মনে করি। এটি আমার ক্যারিয়ারের প্রথম সিনেমা। সেখানে একঝাঁক তারকা শিল্পী অভিনয় করেছেন। সিনেমাপ্রেমী দর্শক ‘বসন্ত বিকেল’ দেখে তুষ্ট হবেন।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সুবহা বলেন, মাঝে ব্যক্তিগত সমস্যার কারণে আমি অভিনয় থেকে দূরে ছিলাম। তবে আপনজনদের উৎসাহ ও সাপোর্ট আমাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করছে। নতুনভাবে কাজের ব্যাপারে আমি সিরিয়াস। চেষ্টা করব দর্শকের একজন প্রিয় শিল্পী হয়ে উঠতে। দর্শকের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।

ডব্লিউজি/এএইচ

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *