অনেক আগেই শোবিজ ছেড়েছেন মডেল-অভিনেত্রী সানাই মাহবুব। বর্তমানে সাধারণ জীবন কাটাচ্ছেন তিনি। ধর্মের টানে ইসলাম অনুযায়ী জীবনযাপন করছেন। কিছুদিন হলো বিয়েও করেছেন তিনি।
অভিনয় জগৎকে বিদায় বললেও একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। যদিও সেগুলো মুক্তি পায়নি। সানাই সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে বুকে সার্জারি করিয়ে। সেসব কিছু ফেলে এলেও এখনও অতীতের জন্য সমালোচনা, কটাক্ষের শিকার হন তিনি।
রোববার (৩১ জুলাই) বিষয়টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সানাই। লিখেছেন, ‘এই পোস্টটি তাদের উদ্দেশ্যে, যাদের সকাল টু বিকাল শুরু হয় সানাই কী করল, স্বামীর সাথে কোথায় থাকে, কোন এলাকায় থাকে, সানাই নামাজ পড়লো কি না। ভাই আপনারা নামাজ পড়েন তো? আমাকে নিয়ে এত মাথা ঘামানোর কি আছে? আর সবচেয়ে বড় কথা, নিজের সময় আরেকজনের পেছনে অপচয় করার কী আছে?’
ডব্লিউজি/এমএ