‘মা শোন, আই লাভ ইউ অনেক অনেক অনেক’

অনাগত সন্তানের অপেক্ষায় চিত্রনায়িকা পরীমণি। তার গর্ভে বেড়ে উঠা আরও এক প্রাণের যার বয়স এখন আট মাস। এই গুরুত্বপূর্ণ সময়ে নিজেকে সব ধরণের কাজ থেকে বিরত রাখছেন তিনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব আছে পরী।

চিত্রজগতের অনেকেই মাতৃত্বের এই সময়ে পরীমণির জন্য ভালোবাসা আর উপহার নিয়ে হাজির হচ্ছেন। কিছুদিন আগেই অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা তার জন্য উপহার পাঠান। এরপর অভিনেত্রী শিল্পী সরকার অপু নিয়ে আসেন হরেক রকম খাবার, ফুল ও শাড়ি। এসব ভালোবাসায় আপ্লুত হন পরী। জানান, অপুকে তিনি মায়ের মতো ভালোবাসেন।

এবার পরীমণির জন্য নানারকম খাবার রান্না করে নিয়ে এলেন তার আরেক ‘মা’ চয়নিকা চৌধুরী। অন্তঃসত্ত্বা পরীর পাতে খাবার তুলেও দেন এই নির্মাতা। ওই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন পরীর স্বামী, অভিনেতা শরিফুল রাজ। পোস্টটি হুবুহু তুলে ধরা হল:
‘তোমাকে নিয়ে কিছু লেখাটা আমার জন্যে আসলেই কঠিন কিছু হয়ে যায় সবসময় । কি যে লিখতে চাই,সে সব ঠিক লিখতেই পারিনা কখনো। আমার এই মা হওয়ার জার্নিতে শুরু থেকেই তো তুমি ছিলে। কত যত্ন করেছো সবসময়! এসবের কৃতজ্ঞতা কি আর এমনিই এমনিই বলা হয়ে যায় বলো! মায়েরা এমনি তাই না! আমিও তোমার মতো একজন প্রাউড মাদার হবো দেখ।
মন ভরে দোয়া দিও …..এভাবেই
তার এত ব্যস্তার মাঝেও আমার জন্যে এসব করতে ভুল নেই
মা শোন, আই লাভ ইউ অনেক অনেক অনেক। ’

চয়নিকা চৌধুরীকে মা বলেই সম্বোধন করেন পরীমণি। এই নির্মাতার পরিচালিত প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’তে অভিনয় করেছেন পরী। সেই থেকে তাদের মধ্যে দারুণ সম্পর্ক। পরীর দুর্দিনেও সর্বদা পাশে ছিলেন চয়নিকা।

ডব্লিউজি/এমএ

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *