আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পদে ফয়সাল সিদ্দিক আরাফাত ও সাধারণ সম্পাদক পদে নাসিম আহমেদ জয় দায়িত্ব পেয়েছেন। কমিটি বিলুপ্তির প্রায় সাত মাস পর ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২৪ সদস্য বিশিষ্ট কমিটি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
রবিবার (৩১ জুলাই) কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ কমিটির অন্যরা সহ-সভাপতি তন্ময় সাহা টনি, মো. আল-মামুন, ফাহিমুর রহমান সেতু, মো. মোদাচ্ছির খালেক ধ্রুব, মুন্সী কামরুল হাসান অনিক, আরিফুল ইসলাম খান, সুজন কুমার দে, রকিবুল ইসলাম, নাইমুর রহমান জয়, বনি আমিন, মৃদুল হাসান রাব্বি, মো. মামুনুর রশিদ, সানজিদা চৌধুরী অন্তরা, এহসানুল হক ঈশান।
এছাড়াও যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, সরোয়ার জাহান শিশির, মাসুদ রানা লিংকন, হোসাইন মজুমদার। সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন মো. জাকির হোসেন, মাইনুল ইসলা সিদ্দিকী, সোহাগ শেখ, মো. হামিদুর রহমান।
ফয়সাল সিদ্দিক আরাফাত কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের অনুসারী। অন্যদিকে নাসিম আহমেদ জয় ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইর অনুসারী।
উল্লেখ্য, গত ২০১৯ সালের ১৪ জুলাই রবিউল ইসলাম পলাশ সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে সাধারণ সম্পাদক করে ২ সদস্যবিশিষ্ট ১ বছর মেয়াদী কমিটি অনুমোদন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির তৎকালীন সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী।
ডব্লিউজি/এএইচ