সাবেক সভাপতির জন্য দোয়া চাইলেন গোলাম রব্বানী 

বগুড়ার শাজাহানপুর উপজেলায় প্রাইভেটকার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের দোয়া চেয়েছে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী।

গোলাম রব্বানী তার তার ভেরিফায়েড ফেসবুক একাউন্টে তিনি লিখেছেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি Md Rezwanul Haque Chowdhury শোভনের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। স্কয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও তত্ত্বাবধানে চিকিৎসা চলমান। বাবা-মা, স্ত্রী, ভাই সার্বক্ষণিক পাশে রয়েছেন। আমি কিছুক্ষণ পূর্বে হাসপাতালে গিয়ে সবার সাথে কথা বলে, সার্বিক খোঁজখবর নিয়েছি।

আঘাত যেহেতু মাথায়, শঙ্কামুক্ত থাকলেও চিকিৎসার পাশাপাশি পূর্ণ বিশ্রাম প্রয়োজন। এমতাবস্থায়, শুভাকাঙ্ক্ষীদের প্রতি বিনীত নিবেদন, হাসপাতালে বিশেষত অবস্থানরত কেবিনে ভিড় না করে শোভনের আশু আরোগ্য কামনা করে দোয়া করবেন। ইনশাআল্লাহ, দ্রুততম সময়ে আমাদের সবার প্রিয় শোভন সুস্থ হয়ে উঠবে।

প্রসঙ্গত, পবিত্র ঈদুল আজহা পরিবারের সঙ্গে উদযাপন করতে স্ত্রী তোহফা সাদিয়া বিথিসহ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় গিয়েছিলেন শোভন। ঈদ উদযাপন শেষে মঙ্গলবার সকালে ঢাকা ফেরার পথে বগুড়া শাজাহানপুর উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের বি-ব্লক এলাকায় পৌঁছালে শোভনকে বহনকারী প্রাইভেটকারে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে শোভনের প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় ও শোভন গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে বগুড়া ক্যান্টনমেন্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে দুপুর ১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে আনা হয়।

ডব্লিউজি/এএইচ

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *