পবিত্র হজ পালন করতে পরিবারের সঙ্গে সৌদি আরবের মক্কায় অবস্থান করছেন ইংল্যান্ডের জাতীয় দলের লেগস্পিনার আদিল রশিদ। আর তার এই হজযাত্রায় শুভ কামনা জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড (ইসিবি)। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে ‘হজ মুবারাক’ লিখে পোস্ট করে শুভেচ্ছা জানায় ইসিবি।
এজবাস্টনে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলছে ইংল্যান্ড। এরপর ৭ থেকে ১৭ জুলাই তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। হজে না গেলে ভারতের বিপক্ষে হোম সিরিজে খেলার কথা ছিল আদিল রশিদের।
এর আগে, পরিবারের সঙ্গে হজব্রত পালনের জন্য আদিল রশিদকে ছুটি দেওয়ার কথা নিশ্চিত করে ইসিবি। ২০১৯ সালে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন ৩৪ বছর বয়সী আদিল রশিদ। এই অলরাউন্ডার দেশের হয়ে তিন ফরম্যাটে ২১২ ম্যাচে অংশ নিয়ে ৩০৩ উইকেট শিকার করেছেন। আর ব্যাট হাতে তিন ফিফটির সাহায্যে সংগ্রহ করেছেন ১ হাজার ২৮৮ রান।
ডব্লিউজি/এমএ