নেদারল্যান্ডসে বিরল টর্নোডো হতাহত ১০

নেদাল্যান্ডসের সমুদ্র পাড়ের শহর জিরেকিজিতে সোমবার টর্নেডোর বিরল আঘাতে একজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে নয়জন। গত তিন দশকের মধ্যে দেশটিতে আঘাত হানা এটিই প্রথম মারাত্মক টর্নেডো।

শহরটিতে টর্নেডো ব্যাপক ধ্বংসযজ্ঞের চিহ্ন রেখে গেছে। এর আঘাতে ঘরবাড়ির ছাদ উড়ে গেছে এবং গাড়ির ওপর গাছ উপড়ে পড়তে দেখা গেছে। হেগের কাছে ওয়াসেনার শহরের বাসিন্দা ৭৩ বছর বয়সী একজন নারী টর্নোডোর আঘাতে প্রাণ হারিয়েছে। পুলিশ এ কথা জানায়।

প্রাণ হারানো নারী একজন পর্যটক। বাড়ির ছাদের টাইলস এসে তার মাথায় পড়লে তিনি প্রাণ হারান। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের ঘটনাস্থলে চিকিৎসা দেয়া হয়। ডাচ আবহাওয়া সংস্থা কেএনএমআই সোমবার বলেছে, দেশটিতে সর্বশেষ মারাত্মক টর্নেডো ১৯৯২ সালে আঘাত হানে। এর আগে ১৯৭২ এবং ১৯৮১ সালে ভয়াবহ টর্নেডো আঘাত হানে। সংস্থাটি বলছে, প্রবল ঘূর্ণিঝড় যাকে টর্নেডোও বলা যায়, আমাদের দেশে খুব বিরল ঘটনা।

সূত্র : বিবিসি

ডব্লিউজি/এএইচ

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *