আবারও যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। দেশটির অ্যালাবামা অঙ্গরাজ্যের একটি চার্চে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জুন) ভেস্তাভিয়া হিলস শহরের সেন্ট স্টিফেন এপিস্কোপাল চার্চে এই দুর্ঘটনা ঘটে। এনডিটিভির এক প্রতিবেদনে এই সংবাদ পাওয়া গেছে।
সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্টে নগর পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, এই ঘটনায় সন্দেহভাজন একজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। চার্চের ওয়েবসাইটে বলা হয়, সেখানে নৈশভোজের আয়োজন করা হয়েছিল। এরই মধ্যে বন্দুক হামলা হয়। পুলিশ ক্যাপ্টেন শেন ওয়্যার গণমাধ্যমকে বলেন, হামলাকারী একাই চার্চে ঢুকে গুলি করেন। এতে দুজন নিহত এবং একজন আহত হন। আহত ব্যক্তিকে চিকিৎসা দেয়া হচ্ছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক হারে বন্দুক হামলা বেড়েছে। গত ২৪ মে টেক্সাসে একটি প্রাথমিক বিদ্যালয়ে গুলিবর্ষণে ১৯ জন শিশু এবং দুজন শিক্ষক নিহত হন।
বেসরকারি সংস্থা বন্দুক সহিংসতা আর্কাইভ জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র সহিংসতায় ২০ হাজারের বেশি লোক মারা গেছেন। এর মধ্যে আত্মহত্যাও রয়েছে।
ডব্লিউজি/এমএ