বাগেরহাটে ইউপি চেয়ারম্যান অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে নৌকা প্রতীকের ইউপি চেয়ারম্যান অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১১ টায় নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে ইউনিয়ন পরিষদের সামনে ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবিরকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বাগেরহাটের মোল্লাহাটের গাওলা ৫ নং বিনা ভোটের নৌকা প্রতীকের ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবিরের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, নাজমুল সিকদার, ১ নং ওয়ার্ডের মেম্বার মোঃ নজরুল বিশ্বাস ও মোঃ সেলিম মোল্লাসহ প্রমুখ।

বক্তারা বলেন, উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে ক্ষমতার অপব্যবহার করে চেয়ারম্যান নির্বাচিত হন শেখ রেজাউল কবির। নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িত হয়ে পড়েন। ফ্যাসিস্ট পতিত শেখ হাসিনা সরকারের সাবেক বাগেরহাট ১ আসনের এমপি শেখ হেলালের মদদপুষ্ট ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবিরের সন্ত্রাসী বাহিনীর হাতে নির্যাতিত হয়েছে অনেক মানুষ। তারা অবিলম্বে এ সন্ত্রাসী চেয়ারম্যানের অপসারণের দাবি জানান এলাকাবাসী।

Recommended For You