অবশেষে বিপিএ টিআরসি’র সমাপনি কুচকাওয়াজ অনুষ্ঠিত

অবশেষে বিপিএ টিআরসি’র সমাপনি কুচকাওয়াজ অনুষ্ঠিত

আ’লীগ সরকার পতনের পর থেকে দেশের বিভিন্ন সরকারী দপ্তরের বৈষম্য নিয়ে নানান জল্পনা-কল্পনার সৃষ্টি হয়। একইভাবে বাংলাদেশ পুলিশ একাডেমিতেও প্রশিক্ষণরত এসপি প্রবি, প্রশিক্ষণরত এসআই ও টিআরসিদের নিয়োগ নিয়েও বেশ আলোচানা চলছিল। অবশেষে সবকিছুর অবসান ঘটিয়ে টিআরসি সমাপনি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ), সারদা রাজশাহীতে ১৬৭তম টিআরসি ২০২৪ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বিপিএ’র প্রিন্সিপাল অ্যাডিশনাল আইজিপি মোঃ মাসুদুর রহমানভূঞা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

রবিবার সকালে বিপিএ’র আয়োজনে ৩৩৪ জন টিআরসির সমাপনী কুচকাওয়াজে অংশ গ্রহন করেন। মৌলিক প্রশিক্ষণ শেষ করে তারা দেশের বিভিন্ন জেলায় জনগনের সেবায় নিয়োজিত হবে। এদেশ বিনার্মাণে নবীন পুলিশ সদস্য তাদের পেশাগত দায়িত্ব নিষ্টার সাথে পালন করার পরামর্শ দেন প্রধান অতিথি বিপিএ প্রিন্সিপাল। তিনি বলেন, বর্তমান পুলিশ জনগনের সেবায় উত্তর উত্তর প্রযুক্তিগত ব্যবহারে ঘরে বসেয় তার সুফল পাচ্ছে। পূর্বের চেয়ে উন্নত সেবা প্রদানে কাজ করছে পুলিশ বাহিনী। পুলিশ সদস্যরা মৌলিক প্রশিক্ষণ শেষ করেছে। আগামীতে আরো প্রশিক্ষণসহ অধ্যায়ন করতে হবে। দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে সর্বদা প্রস্তুত থাকারও পরামর্শ দেন বিপিএ প্রিন্সিপাল।

সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন https://worldglobal24.com/

পরে প্রধান অতিথি কুচকাওয়াজে অভিবাদন গ্রহন, কুচকাওয়াজ পরিদর্শন ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রশিক্ষণে ৩৩৪ জনের মধ্যে মোঃ সাজেদুল ইসলাম বেস্ট টিআরসি হিসাবে নির্বাচিত হয়। এছাড়া বিষয় ভিত্তিক শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে বেস্ট একাডেমি হিসাবে মোঃ সুমন আলী, বেস্ট এন ফিল্ড এক্টিভিটিজ এবং বেস্ট শ্যুটার হিসাবে নির্বাচিত হয় পৌরব চন্দ্র রায়। ওই সময় প্রধান অতিথি তাদের বেস্ট ট্রফি ও সনদ বিতরণ করেন।

Recommended For You

About the Author: Shafiul Islam