কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় সুফিয়া জাফর আহমদ সিকদার ফাউন্ডেশনের উদ্যোগে ১৩২ জন মেধাবী ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করা হবে। মরহুম মাস্টার জাফর আহমদের সুযোগ্য সন্তানদের অর্থায়নে পরিচালিত এই ফাউন্ডেশনটি দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
এ বছর মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৬ষ্ঠ থেকে ৭ম এবং ৮ম থেকে ৯ম শ্রেণিতে উত্তীর্ণ ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের নগদ অর্থ এবং সনদ প্রদান করা হবে। আয়োজক কমিটির সদস্য সচিব জানিয়েছেন, একাধিক বছরের বিরতির পর ফাউন্ডেশনটি আবারও বৃত্তি কার্যক্রম শুরু করছে। ভবিষ্যতে বৃত্তি প্রদান প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে পরিচালিত হবে।
আগামী ১৭ জানুয়ারি, শুক্রবার বিকেল ২:৩০টায় কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব ড. মহিউদ্দিন। সভাপতিত্ব করবেন আমেরিকান প্রবাসী ও বিশিষ্ট শিল্পপতি জনাব আজিজ ওসমানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমেরিকান প্রবাসী চিকিৎসক ডা. আতাউল ওসমানী, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা অফিসার ইনচার্জ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন https://worldglobal24.com/
অনুষ্ঠানের প্রস্তুতি নিতে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আকবর খানের সভাপতিত্বে স্থানীয় এক হোটেলে সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মাদ্রাসা সুপার, সাংবাদিক, ব্যবসায়ী প্রতিনিধি ও ছাত্রনেতারা।
বক্তারা জানান, এই বৃত্তি কার্যক্রম শিক্ষার্থীদের মেধা বিকাশে অনুপ্রেরণা জোগাবে এবং শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, সুফিয়া জাফর আহমদ সিকদার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা উপকরণ বিতরণসহ মেধাবী শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করে আসছে। এ ধরনের উদ্যোগ কুতুবদিয়ার শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন স্থানীয়রা।