“শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা সর্বদা আমরা” স্লোগানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৯ তম ভিডিপি দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (০৫ জানুয়ারি ) সকালে দিবসটি উপলক্ষে বাগেরহাট শহরের মুনিগঞ্জ এলাকায় অবস্থিত জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর, বাগেরহাট জেলা কমান্ড্যান্ট শরিফুল ইসলাম।
বাগেরহাট মোংলা উপজেলা ভিডিপি কর্মকর্তা তোফাজ্জ্বেল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য দেন বাগেরহাট সার্কেল অ্যাডজুট্যান্ট আনিসুর রহমান, সদর উপজেলার কর্মকর্তা জাহাঙ্গীর আলম, রামপাল উপজেলার কর্মকর্তা তরিকুল ইসলাম, সদর উপজেলা প্রশিক্ষক এস .এম.ফয়সাল মাহমুদ, প্রশিক্ষিকা বনশ্রী কীর্ওনীয়া ও বিভিন্ন উপজেলা প্রশিক্ষক ও প্রশিক্ষিকা বৃন্দ এদের মধ্যে ছিলেন জান্নাতুল ফেরদাউস, কাজী কবির উদ্দিন, হেদায়াতুল ইসলামসহ আরও অনেকে। অনুষ্ঠানে জেলা কমান্ড্যান্টসহ বাহিনীর সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী, ব্যাটালিয়ন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন।
সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন https://worldglobal24.com/
বাগেরহাট জেলা কমান্ড্যান্ট শরিফুল ইসলাম বলেন, আনসার ও ভিডিপি দেশের শান্তি, শৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবাহিনী প্রশিক্ষণ ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে অবদান রাখছে। জেলায় আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছি, যা স্থানীয় মানুষের জন্য উপকারী।
অনুষ্ঠানে সার্কেল অ্যাডজুট্যান্ট আনিসুর রহমান বলেন,ভিডিপির কার্যক্রম গ্রামীণ এলাকায় নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সদর উপজেলা ভিডিপি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ভিডিপি সদস্যরা প্রশিক্ষণ পেয়ে সমাজের বিভিন্ন পর্যায়ে অবদান রাখছে। এছাড়াও ৯ উপজেলা কর্মকর্তাবৃন্দ, উপজেলা-প্রশিক্ষিকাবৃন্দ ও ভিডিপি সদস্যগণ উপস্থিত ছিলেন।