‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে দেশব্যাপী কর্মসূচি দিল নাগরিক কমিটি-বৈষম্যবিরোধীরা

‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে দেশব্যাপী কর্মসূচি দিল নাগরিক কমিটি-বৈষম্যবিরোধীরা

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ নিয়ে মানুষের প্রত্যাশা জানতে আগামী ৬ থেকে ১১ জানুয়ারি সারাদেশে যৌথভাবে জনসংযোগ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। যৌথভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

হাসনাত আবদুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকার যেহেতু নিজেই বলেছেন তারা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করবে। তাই আমরা গত ৩১ ডিসেম্বরের ঘোষণাপত্র প্রকাশ করা থেকে বিরত থেকেছি। কিন্তু এখনো এ বিষয়ে সরকারের কোনো কার্যক্রম আমরা দেখিনি। তাই আমরা দাবি করছি, আগামী ১৫ জানুয়ারির মধ্যে সরকার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করবে।

সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন https://worldglobal24.com/

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকারের কার্যক্রম এখনো দৃশ্যমান নয়। এ বিষয়ে দ্রুত কোনো পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে। আমাদের আহ্বান থাকবে এই গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার শিগগির কাজ শুরু করবে। আমরা চাই, সরকারকে আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।

 

Recommended For You

About the Author: Shafiul Islam