কুতুবদিয়ায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উদযাপিত

কুতুবদিয়ায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উদযাপিত

“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার”—এই প্রতিপাদ্য নিয়ে কুতুবদিয়া উপজেলায় পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ক্যথোয়াইপ্রু মারমা। তিনি বলেন, “সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে আমরা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পাই। এই উদ্যোগগুলো সমাজে সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল সাকিব, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রেজাউল হাসান, এবং যুব উন্নয়ন কর্মকর্তা মাঈনুদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন এতিমখানা, ভাতাভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন https://worldglobal24.com/

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছুপিয়া খাতুন এতিমখানার ছাত্র মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠানের পরিবেশনা অংশে ইসলামী সংগীত পরিবেশন করেন রাকিবুল ইসলাম ও তার সহকর্মীরা।

দিনব্যাপী এই আয়োজনে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। এতে সমাজসেবার প্রয়োজনীয়তা এবং এর মাধ্যমে দুঃস্থ মানুষের জীবনমান উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

শেয়ার করুন:

Recommended For You