সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল তারকা দম্পতির নতুন বছর উদযাপন দেখে অনেকেই ‘আদিখ্যেতা’ ও ‘ভণ্ড’ বলেও কটাক্ষ করেছেন।
এ তারকা দম্পতি অস্ট্রেলিয়ায় খ্রিস্টিয় নববর্ষ উদযাপন করেছে। একেবারে নিজস্ব স্টাইলে নতুন বছর উদযাপন করতে দেখা যায় তাদের। আতসবাজির শব্দ, আলোর রোশনাই মিষ্টি মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন।
ভিডিও পোস্ট করে এ তারকা দম্পতি ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের নতুন বছর হয়ে গিয়েছে।’ যে ভিডিও দেখে নেটিজেনরা কটাক্ষ করেছে। কমেন্ট বক্সে একজন লিখেছে, ‘দীপাবলিতে বাজি দূষণ ছড়ায়। আর নববর্ষের ক্ষেত্রে কিছুই হয় না। এই সময় পরিবেশ অক্সিজেন পায়। একেই বলে ভণ্ডামি।’
সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন https://worldglobal24.com/
প্রসঙ্গত, ঘরোয়া আয়োজনে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী। সালমান খানের পার্টিতে আলাপ দু’জনের। সেখান থেকেই প্রেম শুরু। সালমানের ঘনিষ্ঠ বন্ধু ইকবাল রতনসির পুত্র জাহির। সেই অর্থে ভাইজানের বউমা হয়েছেন সোনাক্ষী।