রাজশাহীতে ৩ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

রাজশাহীতে ৩ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

রাজশাহীর বাঘা উপজেলা থেকে ৩ হাজার ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিব)। গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ রবিউল ইসলাম রবিন (২৩)। সে বাঘা থানাধীন পাকুরিয়া গ্রামের মোঃ রেজাউল ইসলামের পুত্র।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গতকাল রবিবার (৩০ডিসেম্বর) বাঘা থানাধীন বিনোদপুর বাজারস্থ বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ গেইটের সামনে পাঁকা রাস্তার সম্মুখ হতে বিকাল ০৪.৩৫ টায় একজন মাদককারবারিকে ৩০০০ পিছ ইয়াবা-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

জেলার ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুর রহিম ফোর্স-সহ গতকাল রবিবার ৩০ডিসেম্বর  বিকাল ০৪.২৫ টার সময় অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ রবিউল ইসলাম রবিনের দেহ তল্লাশি করে ১৫ টি নীল রঙের এয়ারটাইট প্যাকেটে অবৈধ মাদকদ্রব্য ৩হাজারটি ইয়াবা ট্যাবলেট-সহ তাকে গ্রেফতার করে। ওই সময় আটককৃত ব্যাক্তির সহযোগী মাদকব্যবসায়ী মোঃ পারভেজ (৩৬), ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। পলাতক ব্যাক্তি বাঘা উপজেলা পারসাওতা গ্রামের মৃত কালামের ছেলে।

সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন https://worldglobal24.com/

এবিষয়ে অভিযুক্ত মোঃ রবিউল ইসলাম রবিন ও পলাতক অভিযুক্ত মোঃ পারভেজের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম।

শেয়ার করুন:

Recommended For You