
ফেনীর ঐতিহ্যবাহী সেরা সামাজিক ও সমবায়ী সংগঠন বন্ধুর বন্ধন বাংলাদেশ এর নতুন কেন্দ্রীয় কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জি এম তাজ উদ্দিন পলাশ সভাপতি ও মো. তাহের উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। এ ছাড়াও বিদায়ী কমিটির সভাপতি সেফায়েত উল্যাহকে সংগঠক করা হয়েছে। বন্ধুর বন্ধন বাংলাদেশ এর কক্সবাজারে অনুষ্ঠিত বার্ষিক বনভোজন এর শেষ দিন নতুন এ কমিটি ঘোষণা করেন উক্ত নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এম. আনিছুর রহমান ও সদস্য জালাল উদ্দিন বাবলু।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধুর বন্ধন বাংলাদেশ এর প্রধান সংগঠক ও পৃষ্ঠপোষক নাজমুল করিম ভূঁইয়া সুমন ও কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ খান।আগামী তিন বছরের জন্য ২০২৫-২০২৭ সেশনের বন্ধুর বন্ধন বাংলাদেশ এর ১২ সদস্য বিশিষ্ট ঘোষিত ব্যবস্থাপনা কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি-মোহাম্মদ ইলিয়াছ, যুগ্ম সাধারণ সম্পাদক-মোহাম্মদ সাহাব উদ্দিন, অর্থ সম্পাদক-মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া, সদস্য- কাজী মোহাম্মদ রেজাউল হক, মোহাম্মদ ইয়াছিন, আলা উদ্দিন খোন্দকার, মোহাম্মদ নিজাম উদ্দিন, মোঃ আসলাম, মোঃ আনোয়ারুল আলম ভূঁইয়া ও কফিল উদ্দিন মজুমদার।
সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন https://worldglobal24.com/
কমিটি ঘোষণাকালে বন্ধুর বন্ধনের প্রধান সংগঠক ও পৃষ্ঠপোষক নাজমুল করিম ভূঁইয়া সুমন, ফেনী পলিটেকনিক্যাল ইনিস্টিটিউটের অধ্যক্ষ শেখ মোঃ মোস্তাফিজুর রহমান, সংগঠক অ্যাডভোকেট এম. সাইফুল আলম, এম. আনিছুর রহমান, নুরুল আবছার টিটু, কাজী এ কে আজাদ মিলন, জালাল উদ্দিন বাবলু, শেখ ফেরদৌস আনোয়ার মজনু ও সদ্য সিআইপি নির্বাচিত হওয়া ইঞ্জিনিয়ার এম শাখাওয়াত হোসেন খান এবং বার্ষিক বনভোজন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন, মোহাম্মদ জসিম উদ্দিন, সহ বন্ধুর বন্ধনের বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা এবং বার্ষিক বন ভোজনে অংশ গ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
উক্ত নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এম আনিছুর রহমান ও সদস্য জালাল উদ্দিন বাবলু আগামী তিন বছরের জন্য বন্ধুন বন্ধন বাংলাদেশের ব্যবস্থাপনা কমিটিতে উল্লেখিতদের এককভাবে মনোনয়ন দাখিল করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার তথ্য নিশ্চিত করেন।