ফেনীতে বন্ধুর বন্ধন কমিটির সভাপতি পলাশ সাধারণ সম্পাদক তাহের নির্বাচিত

ফেনীতে বন্ধুর বন্ধন কমিটির সভাপতি পলাশ সাধারণ সম্পাদক তাহের নির্বাচিত

ফেনীর ঐতিহ্যবাহী সেরা সামাজিক ও সমবায়ী সংগঠন বন্ধুর বন্ধন বাংলাদেশ এর নতুন কেন্দ্রীয় কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জি এম তাজ উদ্দিন পলাশ সভাপতি ও মো. তাহের উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। এ ছাড়াও বিদায়ী কমিটির সভাপতি সেফায়েত উল্যাহকে সংগঠক করা হয়েছে। বন্ধুর বন্ধন বাংলাদেশ এর কক্সবাজারে অনুষ্ঠিত বার্ষিক বনভোজন এর শেষ দিন নতুন এ কমিটি ঘোষণা করেন উক্ত নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এম. আনিছুর রহমান ও সদস্য জালাল উদ্দিন বাবলু।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধুর বন্ধন বাংলাদেশ এর প্রধান সংগঠক ও পৃষ্ঠপোষক নাজমুল করিম ভূঁইয়া সুমন ও কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ খান।আগামী তিন বছরের জন্য ২০২৫-২০২৭ সেশনের বন্ধুর বন্ধন বাংলাদেশ এর ১২ সদস্য বিশিষ্ট ঘোষিত ব্যবস্থাপনা কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি-মোহাম্মদ ইলিয়াছ, যুগ্ম সাধারণ সম্পাদক-মোহাম্মদ সাহাব উদ্দিন, অর্থ সম্পাদক-মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া, সদস্য- কাজী মোহাম্মদ রেজাউল হক, মোহাম্মদ ইয়াছিন, আলা উদ্দিন খোন্দকার, মোহাম্মদ নিজাম উদ্দিন, মোঃ আসলাম, মোঃ আনোয়ারুল আলম ভূঁইয়া ও কফিল উদ্দিন মজুমদার।

সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন https://worldglobal24.com/

কমিটি ঘোষণাকালে বন্ধুর বন্ধনের প্রধান সংগঠক ও পৃষ্ঠপোষক নাজমুল করিম ভূঁইয়া সুমন, ফেনী পলিটেকনিক্যাল ইনিস্টিটিউটের অধ্যক্ষ শেখ মোঃ মোস্তাফিজুর রহমান, সংগঠক অ্যাডভোকেট এম. সাইফুল আলম, এম. আনিছুর রহমান, নুরুল আবছার টিটু, কাজী এ কে আজাদ মিলন, জালাল উদ্দিন বাবলু, শেখ ফেরদৌস আনোয়ার মজনু ও সদ্য সিআইপি নির্বাচিত হওয়া ইঞ্জিনিয়ার এম শাখাওয়াত হোসেন খান এবং বার্ষিক বনভোজন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন, মোহাম্মদ জসিম উদ্দিন, সহ বন্ধুর বন্ধনের বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা এবং বার্ষিক বন ভোজনে অংশ গ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

উক্ত নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এম আনিছুর রহমান ও সদস্য জালাল উদ্দিন বাবলু আগামী তিন বছরের জন্য বন্ধুন বন্ধন বাংলাদেশের ব্যবস্থাপনা কমিটিতে উল্লেখিতদের এককভাবে মনোনয়ন দাখিল করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার তথ্য নিশ্চিত করেন।

Recommended For You

About the Author: Shafiul Islam