বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে শহীদ আবদুস সোবহানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও সোবহান দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১ টায় কুষ্টিয়ার দিগন্ত মিলনায়তনে দোয়া ও আলোচনা সভার মাধ্যমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানা যায়, শহীদ আবদুস সোবহান ছিলেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ঢাকা শহর শাখার সাংগঠনিক সম্পাদক। শহীদ আবদুস সোবহান ১৯৭৮ সালের ১৫ই ডিসেম্বর সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন, এবং পরবর্তীতে ২৪ ডিসেম্বর শাহাদাতে বরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালাবায়ে আরাবিয়া ইবি শাখার সাধারণ সম্পাদক সাজ্জাতুল্লাহ শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সমর্থকরা।
সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন https://worldglobal24.com/
প্রধান আলোচক সাজ্জাতুল্লাহ শেখ বলেন, “শহীদ আবদুস সোবহান শুধুমাত্র একটি নামই নয়, তিনি একটি ইতিহাস। মাদরাসা শিক্ষা সংস্কার ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে তার অবদান অনস্বীকার্য। তিনি একটি নৃশংস হামলার শিকার হয়ে শহীদ হন, এবং আমরা তার শাহাদতের উচ্চ মাকাম কামনা করি।”
তিনি আরো বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ইসলামী শিক্ষা কোর্স বাধ্যতামূলক করা উচিত।
সহ-সাংগঠনিক সম্পাদক শামীম বলেন, “শহীদ আবদুস সোবহান ভাইয়ের আত্মত্যাগের মাধ্যমে মাদরাসা শিক্ষা সংস্কার আন্দোলন ও মাদরাসা শিক্ষার্থীদের অধিকার আদায়ের দাবি আরো জোরালো হয়েছে। আল্লাহ তাকে সর্বোচ্চ মর্যাদা দান করুন।”