সোনাগাজী ও দাগনভূঞায় ঘোষিত বিএনপির কমিটি বিলুপ্ত করতে আল্টিমেটাম

সোনাগাজী ও দাগনভূঞায় ঘোষিত বিএনপির কমিটি বিলুপ্ত করতে আল্টিমেটাম
প্রায় ১৫ বছর পর ফেনীর সোনাগাজী উপজেলা ও পৌর এবং দাগনভুঞা উপজেলা ও পৌর বিএনপির কমিটি ভেঙ্গে দিয়ে আহবায়ক কমিটি ঘোষনা দিয়েছে জেলা বিএনপি।
২২ ডিসেম্বর জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষনা দেন। তাৎক্ষণিক উক্ত কমিটি অগঠনতান্ত্রিক ও অসাংগঠনিক বলে ঘোষনা দেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার। চারটি কমিটি বিলুপ্ত করতে বিক্ষোভ মিছিল করে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন দুই উপজেলার বিএনপির নেতৃবৃন্দ।
জানাগেছে, সোনাগাজী উপজেলা বিএনপির কমিটিতে সাবেক সভাপতি জয়নাল আবদীন বাবলুকে আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছৈয়দ আলম ভুঞাকে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়া, সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়েছে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু।
সোনাগাজী পৌর কমিটিতে, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মনজুর হোসেন বাবরকে আহবায়ক, সাবেক কাউন্সিলর মুুহাম্মদ ইয়াছিনকে যুগ্ম আহবায়ক ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কে সদস্য সচিব করে তিন সদস্যের আংশিক কমিটি ঘোষনা দেয়া হয়েছে।
দাগনভুঞা উপজেলা বিএনপির কমিটিতে সাবেক সভাপতি আকবর হোসেনকে আহবায়ক ও সাবেক ছাত্রনেতা কামরুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
দাগনভুঞা পৌর কমিটিতে শফিকুর রহমানকে আহবায়ক ও হুমায়ুন কবিরকে সদস্য সচিব করা হয়েছে।
তবে পকেট কমিটি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক দুলাল।
ঘোষিত পকেট কমিটি বলে প্রত্যাখ্যান করে বিকালে পৌর শহরে পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক দুলাল ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলনের নেতৃত্বে বিএনপির বিভিন্ন ইউনিটের সহস্রাধিক নেতাকর্মী।
২৪ ঘন্টার মধ্যে এ কমিটিগুলো বিলুপ্ত না করা হলে কঠোর আন্দোলনের হুমকি দেন সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন।
অপরদিকে, রোববার রাতে জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি কাজী জামসেদ ও দাগনভুঞা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান স্বপনের নেতৃত্বে  পৌর শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এক সংক্ষিপ্ত পথসভায় এ নেতা বলেন, ২৪ ঘন্টার মধ্যে এই পকেট কমিটি বাতিল করতে হবে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,  কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নবগঠিত উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবদীন বাবলু বলেন, অতীতের ন্যায় সোনাগাজীকে বিএনপির ঐক্যবদ্ধ দূর্গ হিসেবে গড়ে তোলার লক্ষে কাজ করবো।
দাগনভুঞা উপজেলা কমিটির আহবায়ক আকবর হোসেন বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামে মাঠে থেকে নেতৃত্ব দিয়েছি, দল তারই মুল্যায়ন করেছে।  যারা বিরোধিতা করছে,  দলের। সিদ্ধান্ত মানছেনা তারা কারা?
জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, দলের সাংগঠনিক টিমের  নির্দেশনা অনুযায়ী দুঃসময়ের কর্মকাণ্ড বিবেচনা করে সাবেক ছাত্রনেতাদের সমন্বয়ে কমিটি করা হয়েছে। জেলা বিএনপির আহবায়ককে বিষয়টি জানানোর পরও তিনি কমিটিতে সাক্ষর করেননি।
ফেসী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। এভাবে পকেট কমিটি আমরা কখনো সমর্থণ করিনা। এই চারটি কমিটি অগঠনতান্ত্রিক ও অসাংগঠনিক। এজন্য জেলা ও উপজেলার কোন নেতৃবৃন্দ এই কমিটি গ্রহণ করতে চাইছেন না। এটাকে কোনভাবে কমিটি বলতে নারাজ তিনি।
শেয়ার করুন:

Recommended For You