লক্ষ্মীপুরে সরকারি রাস্তা কেটে চাষাবাদের প্রতিবাদে মানববন্ধন 

লক্ষ্মীপুরে সরকারি রাস্তা কেটে চাষাবাদের প্রতিবাদে মানববন্ধন 
লক্ষ্মীপুরে মেঘনা নদীর চর মেঘায় সরকারি মাটির রাস্তা কেটে এরফান মোল্লা নামে এক যুবলীগ নেতা ও তার ভাই শাহজালাল মোল্লার সবজি চাষাবাদের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চররমনী গ্রামে নদীর পাড়ে এলাকাবাসীর ব্যানারে এ আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন স্থানীয় মহসিন সরকার, শরীফ হোসেন হাওলাদার জাকির হোসেন কাজী, ইয়ার আলী মীর ও উজ্জ্বল প্রধান প্রমুখ। এতে শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করে।
অভিযুক্ত এরফান চররমনী মোহন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য ও তার ভাই ওয়ার্ড শাহজালাল একই ওয়ার্ড যুবলীগের সভাপতি।
বক্তারা জানায়, তিন বছর আগে কৃষকের কষ্ট লাঘবে সরকারিভাবে আখনকান্দি থেকে চরমেঘা পর্যন্ত ১৮ ফুট চওড়া সাড়ে ৪ কিলোমিটার একটি মাটির রাস্তা নির্মাণ করে। রাস্তাটি ব্যবহার করে কৃষক সুবিধা পাচ্ছিল।
সম্প্রতি যুবলীগ নেতা এরফান মোল্লা ও তার ভাই শাহজালাল মোল্লাসহ তাদের লোকজন জোরপূর্বক রাস্তা কেটে সমতল করে ফেলে। পরে ওই রাস্তার এক কিলোমিটার চষে তারা সয়াবিন ও মরিচ আবাদ করে। তাদের অমানবিক কান্ডে কৃষক ক্ষতিগ্রস্ত।

সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন https://worldglobal24.com/

প্রতিবাদ করতে গেলে এরফানসহ তার লোকজন মানুষকে হত্যার হুমকি দিয়ে আসছে। এ ঘটনার প্রশাসনিক হস্তক্ষেপ চেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, অভিযোগটি পেয়েছি। আমরা ঘটনাস্থল যাবো। সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Recommended For You

About the Author: Shafiul Islam