
ফেনীর শহরে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল লুট করে নিয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার মধ্যরাতে শহরের গার্লস ক্যাডেট কলেজে এলাকায়। এই ঘটনায় ফেনী মডেল থানায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ এখন পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার বা মালামাল উদ্ধার করতে পারেনি।
ফেনী মডেল থানা পুলিশ ও ক্ষতিগ্রস্ত মালিক সূত্রে জানা যায় ব্রিটিশ প্রবাসী আসমা আক্তার ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সকল প্রকার আধুনিক প্রযুক্তি দিয়ে একটি বাড়িতে নির্মাণ করেন।
শনিবার রাতে বাড়িতে কেউ না থাকায় দুর্বৃত্তরা বাড়ির সীমানা প্রাচীর ডিঙ্গিয়ে ভিতরে প্রবেশ করে দরজা ভেঙ্গে ডুপ্লেক্স বাড়ি থেকে ১২ সিলিং ফ্যান সহ সকল আসবাবপত্র গাড়ি বোঝাই করে নিয়ে যায়। এতে ক্ষতির পরিমাণ প্রায় অর্ধ কোটি টাকা। স্থানীয়রা জানায় রাত তিনটার দিকে তারা কিছু আওয়াজ পেলেও নিরাপত্তার কারণে বাইরে আসার সম্ভব হয়নি।
সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন https://worldglobal24.com/
রোববার বিকেলে আসমার বড় বোন এসে বাড়ির লন্ডভন্ড অবস্থা দেখে ব্রিটিশ প্রবাসী বোনকে সংবাদ পাঠায়। এই ঘটনায় রাতে ফেনী মডেল থানা এটা লিখিত অভিযোগ দেওয়া হয়। রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো কেউ গ্রেফতার হয়নি।
মডেল থানার ওসি মর্ম সিং ত্রিপুরা জানান অভিযোগ পেয়েছেন অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।