বাংলাদেশি সিনেমা থেকে বাদ ঋতুপর্ণা, যুক্ত হলেন শ্রীলেখা

বাংলাদেশি সিনেমা থেকে বাদ ঋতুপর্ণা, যুক্ত হলেন শ্রীলেখা

গেল বছরের মাঝে পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে ‘তরী’ সিনেমার ঘোষণা দেন নির্মাতা রাশিদ পলাশ। নানা জটিলতায় তাকে নিয়ে সিনেমার শুটিং করা সম্ভব হয়নি। মাঝে ঋতুপর্ণাকে বাদ দেওয়ার কথাও জানিয়েছিলেন নির্মাতা। অবশেষে তাই হলো।

‘তরী’ সিনেমা থেকে ঋতুপর্ণাকে বাদ দিয়ে নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে।

রোববার (৮ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা রাশিদ পলাশ। তিনি বলেন, ‌শ্রীলেখা মিত্রের বিষয়টি চূড়ান্ত করতে সম্প্রতি কলকাতায় গিয়েছিলাম। শনিবার (৭ ডিসেম্বর) ফিরেছি। শ্রীলেখাকে পেয়ে আমরা আনন্দিত। ঋতুপর্ণার স্থানে শ্রীলেখাকে যুক্ত করা হয়েছে।

ফলে চরিত্রটির পরিধি আরও বাড়বে বলে আমি মনে করি। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারি মাসের শুরুতে শ্রীলেখাকে নিয়ে শুটিং শুরু করবো।’

এদিকে গুঞ্জন ছড়িয়েছে, চিত্রনায়ক-সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদের বন্ধু হওয়ায় ঋতুপর্ণাকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টি ঠিক এমন না বলেও জানালেন রাশিদ পলাশ।

তিনি জানালেন, বিষয়টি ঠিক এরকম না। আমি চাইনি এ নিয়ে কোনো বিতর্ক হোক। তাছাড়া এই সময় ঋতুপর্ণাকে নিয়ে আউটডোরে শুটিং করা সম্ভব নয়। তাই আমরা নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন https://worldglobal24.com/

প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর মাসে রাশিদ পলাশ সমকালকে জানান, ‘তরী’ ছবির জন্য ঋতুপর্ণার সঙ্গে সবকিছু চূড়ান্ত হয়েছিল। আমরা ছবিটির প্রথম লটের শুটিং শেষ করেছি। সেপ্টেম্বরে ঢাকায় এসে শুটিংয়ে যোগ দেওয়ার কথাও ছিল তাঁর।

জুলাইর প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় ও শেষ লটের প্রস্তুতিও নিচ্ছিলাম। এরই মধ্যে ছাত্র-জনতার আন্দোলনে শিডিউল ভেস্তে যায়। এই মুহূর্তে দেশের যে অবস্থা, তাতে ঋতুদিকে নিয়ে আউটডোর শুটিং করা কঠিন হয়ে যাবে। তাই তাঁর জায়গায় অন্য কোনো অভিনেত্রীকে নিয়ে সিনেমার কাজটা শেষ করতে চাই।

Recommended For You

About the Author: Shafiul Islam