ফেনীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও শীত বস্ত্র বিতরণ

ফেনীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও শীত বস্ত্র বিতরণ

“অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” এই প্রতিপাদ্যকে নিয়ে ফেনীতে ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ফেনী জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে হুইল চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।  এর আগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভায় জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

শহর সমাজ সেবা কর্মকতা শাহ কায়সার মাহমুদের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন,জেলা সমাজ সেবা অফিসের সহকারী পরিচালক মো. শহীদ উল্যাহ।

সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন https://worldglobal24.com/

এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: শরীফুল ইসলাম, সুইড ফেনীর সাধারণ সম্পাদক এডভোকেট সমীর কর, শহর সমাজ সেবা সমন্বয়ক পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আবুল হোসাইন মোহাম্মদ উল্যাহ,ফেনী জেলার ছাত্র সমন্বয়ক ওমর ফারুক, দৃষ্টি প্রতিবন্ধী ক্ষুদা নিবারণ সংস্থা’র সভাপতি নাছির উদ্দিন ভূঁইয়া সবুজ, ফেনী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মহিউদ্দিন মহন, জাতীয় অন্ধ সংস্থা ফেনী শাখার সদস্য হাফেজ জাহেদুল ইসলাম।

দিবসটি উপলক্ষ্যে ৩০ জন প্রতিবন্ধীর মাঝে শীত বস্ত্র, ৫ জনের মাঝে হুইল চেয়ার ও ৪ জনের মাঝে সাদাচড়ি  বিতরণ করা হয়।

Recommended For You

About the Author: Shafiul Islam