ইতিহাস গড়ে প্রথম বারের মতো যুব বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ যুব হকি দল। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ওমানের মাসকটে যুব এশিয়া কাপ হকিতে থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়ে যুব বিশ্বকাপে খেলা নিশ্চিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল।
আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপে এশিয়া থেকে সাত দল অংশগ্রহণ করবে। স্বাগতিক ভারত সরাসরি খেলবে। বাকি ছয় দেশে চলমান জুনিয়র এশিয়া কাপ থেকে খেলার সুযোগ পাবে।
মঙ্গলবার বাংলাদেশ ‘বি’ গ্রুপের তৃতীয় হয়ে ‘এ’ গ্রুপের চতুর্থ দল থাইল্যান্ডের মুখোমুখি হয়েছিল ৫-৯ স্থান নির্ধারণী ম্যাচের জন্য। থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ নিশ্চিত করেছে। এর মাধ্যমে বিশ্বকাপও নিশ্চিত হয়েছে।
সিনিয়র, যুব দল কোনো পর্যায়ে বাংলাদেশের থাইল্যান্ডের বিপক্ষে হারের রেকর্ড নেই। আজ জিতলেই বিশ্বকাপ এমন পরিস্থিতিতে বাড়তি চাপ ও অতিরিক্ত আত্মবিশ্বাস দূরে রেখে নেমেছিলেন বাংলাদেশের খেলোয়াড়রা। মাঠে বেশ স্বাভাবিক খেলা খেলেই কাঙ্খিত জয় এনেছেন মওদুদুর রহমানের শিষ্যরা।
এর আগে স্বাগতিক ওমানকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপ শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে বড় ব্যবধানে হারে হকির অন্যতম ফেবারিট পাকিস্তানের কাছে। গ্রুপের তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ২-২ স্কোরলাইন নিয়ে টার্ফ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল।
সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন https://worldglobal24.com/
গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে চীনের বিপক্ষে ছিল নাটকীয় এক ড্র। বাংলাদেশ নিজেদের গ্রুপে তৃতীয় হয়েছে সেই ম্যাচের সুবাদে। তাতে সমীকরণ দাঁড়ায় থাইল্যান্ডের বিপক্ষে জয় পেলেই বিশ্বকাপে উড়বে বাংলাদেশের পতাকা। তাইই হলো শেষ পর্যন্ত। ৭ গোলের জয়ে বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করলো বাংলাদেশের আগামী দিনের হকির প্রতিনিধিরা।