পাবনা ক্যাবের উদ্যোগে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান

পাবনা ক্যাবের উদ্যোগে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান
এক শ্রেণীর অসাধু ও অধিক মুনাফাভোগী ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে স্মারকলিপি প্রদান করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা কমিটি।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় ক্যাব কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়।
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনার সভাপতি এবিএম ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মাহবুব আলমের  নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- ক্যাব নেতা ডঃ মনসুর আলম, হুমায়ুন রাশেদ, নাসরিন পারভিন মনোয়ারা পারভিন প্রমুখ।

সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন https://worldglobal24.com/

উল্লেখ্য, স্মারকলিপিতে আট দফা দাবি উত্থাপন করা হয়। আটটি দাবির মধ্য রয়েছে- অসাধু দুর্নীতিবাজ ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নিত্য পণ্যের সরবরাহ নিশ্চিত করতে হবে, বাজার অভিযান বৃদ্ধি করতে হবে, টিসিবির ট্রাক সেল বাড়াতে হবে, ভোজ্য তেল খোলা বাজারে বিক্রেতাদের কঠোর ভাবে আইনের আওতায় আনতে হবে, ভোক্তা স্বার্থ দেখার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আলাদা বিভাগ বা কনজুমারস মন্ত্রণালয় গঠন করতে হবে, সরকার এক কোটি পরিবারকে কার্ডের মাধ্যমে নিত্যপণ্য দিচ্ছে এর সংখ্যা দেড় কোটি করতে হবে, আইনে নিষিদ্ধ থাকা বাজারে খোলা ভোজ্য তেল (ড্রামে) বিক্রেতাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।
পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, শরীফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মাহফুজা সুলতানা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Recommended For You

About the Author: Shafiul Islam