গিনিতে ফুটবল ম্যাচ চলাকালে তুমুল সংঘর্ষ, নিহত শতাধিক

গিনিতে ফুটবল ম্যাচ চলাকালে তুমুল সংঘর্ষ, নিহত শতাধিক

গিনির দ্বিতীয় বড় শহর এন’জেরেকোরে রোববার (১ ডিসেম্বর) ফুটবল ম্যাচ চলাকালে দুই পক্ষের দর্শকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে শতাধিক নিহত হয়েছেন। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক বলেছেন, হাসপাতালে যতদূর চোখ যায় শুধু সারি সারি লাশ। এ ছাড়া হলওয়ের ফ্লোরেও অনেক লাশ পড়ে আছে। সেইসঙ্গে মর্গও লাশে ভর্তি।

তিনি বলেছেন, অন্তত ১০০ জন মারা গেছে। স্থানীয় হাসপাতাল এবং মর্গগুলো লাশে ভর্তি। আরেক চিকিৎসক বলেছেন, ডজনে ডজনে লোক মারা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফুটবল মাঠের বাইরে বহু মানুষের সংঘর্ষ চলছে। অসংখ্য মৃতদেহ মাটিতে পড়ে আছে। তবে এসব ভিডিওর সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে এএফপি।

সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন https://worldglobal24.com/

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্ষুব্ধ বিক্ষোভকারীরা এন’জেরেকোরে পুলিশ স্টেশনে ভাঙচুর চালিয়েছেন এবং থানা জ্বালিয়ে দিয়েছেন। এএফপিকে একজন প্রত্যক্ষদর্শী বলেন, রেফারির এক সিদ্ধান্তের কারণেই এই সংঘর্ষের সূত্রপাত। তারা মাঠে প্রবেশ করে এবং সংঘাত শুরু হয়।

স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, গিনির জান্তা নেতা মামাদি দুমবুইয়ার সম্মানে একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়। দুমবুইয়ার ২০২১ সালে ক্যুর মাধ্যমে গিনির ক্ষমতা দখল করেন। এরপর তিনি নিজেকে দেশটির প্রেসিডেন্ট ঘোষণা করেন।

 

 

Recommended For You

About the Author: Shafiul Islam