ফেনীতে শ্রমিক কল্যণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন 

ফেনীতে শ্রমিক কল্যণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন 
শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য এই শ্লোগানকে ধারণ করে ফেনীতে শ্রমিক কল্যণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
গতকাল  শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেল আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এড.আতিকুর রহমান।
ফেনী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুক আহমেদ ভূইয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ আব্দুস সালাম, স্থানীয় জেলা কমিটির উপদেষ্টা ও ফেনী জেলা জামায়াত ইসলামির আমীর মুফতি মাওলানা আবদুল হান্নান,বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও দাগনভূঞা-সোনাগাজী উন্নয়ন ফোরামের সভাপতি ডা.ফখরুদ্দীন মানিক, বাংলাদেশ জামায়াত ইসলামি কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া, জেলা জামায়াতের সাবেক আমীর এ কে এম সামছুদ্দিন, নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ সেক্রটারী মাওলানা আবদুর রহিম, সহ- সেক্রেটারী এড.জামাল উদ্দিন, শহর আমীর ইঞ্জিনয়ার নজরুল ইসলাম।
বাংলাদেশে শ্রমিক কল‌্যাণ ফেডারেল ফেনী জেলার সাবেক সভাপ‌তি মাস্টার শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক মুনির হোসেন, মাওঃ আবু জাফর, কোষাধ্যক্ষ মাওঃ মোশাররফ হোসেন, ফেনী শহর সভাপতি জাকের হোসেন রুবেল, দাগনভূঞা উপজেলা সভাপতি হাসান আল মাহমুদ, সেনাগাজী উপজেলা সভাপতি সৈয়দ মাঈন উদ্দিন, সোনাগাজী পৌরসভা সভাপতি আজহারুল ইসলাম এমরান, ছাগলনাইয়া উপজেলা সভাপতি মোতাহের হোসেন লিটন, ছাগলনাইয়া পৌরসভা সভাপতি ওসমান গণি আরিফ, ফুলগাজী উপজেলা সভাপতি মাষ্টার শহিদ উল্যাহ, পরশুরাম উপজেলার সভাপতি আইয়ুব আলী, পরিবহন শাখা সভাপতি মোঃ ইউনুছ, দাগনভূঞা পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র কামাল হোসেন ও নজির আহম্মদ প্রমূখ।

সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন https://worldglobal24.com/

এর আগে শ্রমিকদের অধিকার ও ৮দফা দাবী-দাওয়া সম্বলিত একটি প্রস্তাব পত্র ঘোষনা করেন জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল মতিন ভুইয়া।
সম্মেলনে ২০টি ট্রেড ইউনিয়নের ১০০জন প্রতিনিধি সহ ৫৬৮ জন ভোটার ও ডেলিগেটের উপস্থিতিতে জেলা সভাপতি নির্বাচন ও ৩৫ সদস্য বিশিষ্ট জেলা কার্যকরি কমিটি গঠন করেন ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন।  নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আতিকুর রহমান, সদস্য অধ্যাপক আবু ইউসুফ ও মাওঃ আবদুর রহিম। .
সম্মেলনের শুরুতে পবিত্র আল কুরআন থেকে  তেলাওয়াত করেন মাওলানা মোশাররফ হোসেন, ইসলামী ও শ্রমিক অধিকার সম্পর্কিত গান পরিবেশন করেন স্বরুপ শিল্পীগোষ্টীর সদস্যবৃন্দ।শেষে অত্যন্ত সুশৃংখল পরিবেশে দুপুরের খাওয়ার বিতরণের মধ্যে দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষনা করা হয়।

Recommended For You

About the Author: Shafiul Islam