নড়াইলের কালিয়ায় নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার

নড়াইলের কালিয়ায় নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার

নড়াইলের কালিয়া থানা পুলিশ ছালামাবাদ ইউপির বলাডাঙ্গা রাস্তার পাশ থেকে শওকত লস্কার (৪৭) নামে এক বাক প্রতিবন্ধী ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে। নিহত শওকত লস্কার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউপির মঙ্গলপুর গ্রামের আমজেদ লস্কারের ছেলে।

রোববার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় লোকজন উপজেলার ছালামাবাদ ইউনিয়নের বলাডাঙ্গা রাস্তার পাশে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশ কে সংবাদ দেয়। পরে কালিয়া থানা পুলিশ এসে মরদেহ উদ্বার করে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, ভ্যানচালক শওকত লস্কার বাক প্রতিবন্ধি ছিলেন। গত ২৪ নভেম্বও নড়াগাতি থানার বড়দিয়া বাজার থেকে অটোভ্যানসহ নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে ২৫ নভেম্বর শওকত এর বড় ভাই লাভলু লস্কার থানায় নিখোঁজের জিডি করেন। নিখোঁজের ৭ দিন পরে রোববার সকাল সাড়ে ১০টার দিকে কালিয়া উপজেলার ছালামাবাদ ইউনিয়নের বলাডাঙ্গা রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন https://worldglobal24.com/

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান নেওয়ার উদ্দেশেই তাকে হত্যা করে ফেলে গেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Recommended For You

About the Author: Shafiul Islam