বিদেশি সবাই বন্ধু কেউ প্রভু নয় : জামায়াত আমির

বিদেশি সবাই বন্ধু কেউ প্রভু নয় : জামায়াত আমির

‘বিদেশি সবাই বন্ধু কেউ প্রভু নয়’, উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‌‘আমরা একটা মর্যাদাশীল বাংলাদেশ চাই। যে বাংলাদেশ বিদেশি সবাইকে বন্ধু হিসেবে দেখবে কাউকেই প্রভু হিসেবে মেনে নেবে না। যে দিকে হাত বাড়বো সেদিকে বন্ধুর হাত পেতে চাই, কোনো আগ্রাসী হাত দেখতে চাই না।’

রবিবার (০১ ডিসেম্বর) সকালে খুলনা মহানগরীর খানজাহান আলী থানা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

খানজাহান আলী থানা জামায়াতের আমির সৈয়দ হাসান মাহমুদ টিটোর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিশেষ অতিথি ছিলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক, মাওলানা এমরান হুসাইন, মাওলানা আবুল কালাম আজাদ, অধ্যাপক মাহ্ফুজুর রহমান, অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।

জামায়াত আমির বলেন, ‘আমরা সুশৃঙ্খল শান্তিপ্রিয় বাংলাদেশ কামনা করলেও কেউ কেউ আছে আমাদেরকে এক মিনিটও শান্তিতে থাকতে দিতে চায় না। আমাদের শান্তি কেড়ে নিতে চায়। তাই আমাদের আকাশে মাঝে মাঝে কালো মেঘ, আবার কখনো কালো শকুনের ছায়া দেখা যায়। আমাদের এ ব্যাপারে চৌকস দৃষ্টি দিয়ে খেয়াল রাখতে হবে।’

দলীয় কর্মিদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘জ্ঞানের আলোয় নিজেদের সমৃদ্ধ করতে হবে। কল্যাণের দাওয়াত মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে হবে। মানুষের বিপদে বন্ধু হয়ে পাশে দাঁড়াতে হবে। মানুষের মধ্যে আশা জাগাতে হবে, যে এ সমাজের উত্থান সম্ভব। এটাকে একটা শ্রেষ্ট জাতি হিসেবে দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব।’

সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন https://worldglobal24.com/

সম্মেলনে বক্তৃতা করেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, টিম সদস্য মাস্টার শফিকুল আলম, খুলনা জেলা আমির মাওলানা এমরান হোসাইন, মহানগর আমির মাহফুজুর রহমান, নড়াইল জেলা আমির আতাউর রহমান বাচ্চু, জেলা নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার ও মাওলানা কবিরুল ইসলাম, মহানগর সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, মহানগর সহকারি সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, জেলা কর্মপরিষদ সদস্য আবু ইউসুফ মোল্লা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি গোলাম মোস্তফা আল মুজাহিদ, ডুমুরিয়া উপজেলা আমির মাওলানা মোক্তার হোসাইন, দিঘলিয়া উপজেলা আমির মাওলানা আবুল হাসান, অভয়নগর উপজেলা সেক্রেটারি মাওলানা মহিউল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ আমিনুল ইসলাম, শেখ সিরাজুল ইসলাম, খুলনা জেলা ছাত্র শিবিরের সভাপতি বেলাল হোসাইন রিয়াদ, ফুলতলা উপজেলা আমির আব্দুল আলিম মোল্লা প্রমুখ।

Recommended For You

About the Author: Shafiul Islam